ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কালকিনিতে নিখোঁজের এক দিন পর গৃহবধুর লাশ উদ্ধার

প্রকাশিত: ১৯:৫৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

কালকিনিতে নিখোঁজের এক দিন পর গৃহবধুর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে নিখোঁজের একদিন পরে শরিষা ক্ষেত থেকে সীমা বেগম-(২৫) নামের এক গৃহ বধুর লাশ উদ্ধার করা হয়েছে। সে ২সন্তানের জননী। এঘটনায় পুলিশ তার স্বামী লোকমান ফকির-(৩৫)কে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত শনিবার সন্ধার পর থেকে নিঁেখাজ থাকে নিহত গৃহবধু সীমা। রবিবার সন্ধায় বাড়ির পাশের শরিষা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী থানা পুলিশে খবরদিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। এব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা এস.আই আজিজুর রহমান বলেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। আর এঘটনায় তার স্বামী কে আটক করা হয়েছে।’
×