ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সঠিক পথেই এগোচ্ছে লিচেস্টার

প্রকাশিত: ০৫:৫০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সঠিক পথেই এগোচ্ছে লিচেস্টার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষসারির ক্লাবগুলোকে চমকে দিয়ে এবার দুর্দান্ত খেলছে লিচেস্টার সিটি। প্রথমবারের মতো লীগ শিরোপা জয়েরও স্বপ্ন দেখছে তারা। সেজন্য সঠিক পথেই এগোচ্ছে লিচেস্টার সিটি। শনিবার তারা ১-০ গোলে নরউইচ সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাকে আরও সুসংহত করেছে। চলতি মৌসুমের শুরু থেকেই চমক জাগানিয়া পারফর্মেন্স উপহার দেয়া লিচেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা লিওনার্দো উলোয়া। লীগে বাজে মৌসুম শুরু করা চেলসি যেন ক্রমেই নিজেদের ফিরে পাচ্ছে। এদিন বর্তমান চ্যাম্পিয়নরা সাউদাম্পটনের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে। এ ম্যাচে সাউদাম্পটনের মাঠে আতিথ্য নেয় গাস হিডিঙ্কের শিষ্যরা। ম্যাচের ৪২ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। আইরিশ ফরোয়ার্ড শেন লংয়ের একমাত্র গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাউদাম্পটন। তবে বিরতির পরই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে চেলসি। আর ম্যাচের ৭৫ মিনিটে গোলের দেখাও পায় ব্লুজরা। দলকে সমতায় ফেরাতে গোল করেন চেস ফ্যাব্রিগাস। আর ৮৯তম মিনিটে ব্রানিসøাভ ইভানোভিচ হেড করে দলকে জয়সূচক গোল উপহার দেন। সাউদাম্পটনের বিপক্ষে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে উঠে এসেছে ব্লুজরা। তবে শীর্ষে যথারীতি লিচেস্টারসিটি। ২৭ ম্যাচে গাস হিডিঙ্কের দলের সংগ্রহ ৩৬ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে শীর্ষে থাকা লিচেস্টারের পয়েন্ট সর্বোচ্চ ৫৬। চলতি মৌসুমের চমক জাগানিয়া দল লিচেস্টার সিটি। আর ইংলিশ প্রিমিয়ার লীগের এই দলকে এগিয়ে নেয়ার পেছনে বড় ভূমিকা রাখছেন আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ। এর ফলেই আলজেরিয়ান এই তারকার দিকে দৃষ্টি রাখছে ইউরোপিয়ান জায়ান্ট দলগুলো। চলতি মৌসুমে লীগে ২৬ ম্যাচে মাহরেজ গোল করেছেন ১৪। কিং পাওয়ার স্টেডিয়ামের এই তারকাকে পেতে ইতোমধ্যেই স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনা চেষ্টা শুরু করেছে। আর লিচেস্টারকে ছেড়ে যেতে চাইলে ‘কিং পাওয়ার’ খ্যাত ক্লাবটি থেকে কোন বাধা দেয়া হবে না মাহরেজকে-এমনটি নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ ক্লদিয়ো রেনেইরি। এ প্রসঙ্গে লিচেস্টারের কোচ জানান, ‘চলতি মৌসুমে দুর্দান্ত খেলছে মাহরেজ। আমরা চাইব পরের মৌসুমেও দলের প্রতি ফুটবলার আমাদের সঙ্গে থাকবে। কিন্তু কোন ফুটবলার এসে যদি আমাকে বলে আমি অমুক দলে খেলতে চাই। এটা আমার ক্যারিয়ারের অন্যতম মূল লক্ষ্য। তাহলে আমি তাকে বলব যাও নিজের খেলা উপভোগ কর। তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।’ রেনেইরি আরও বলেন, ‘আমি শুধু সেই ফুটবলারদের চাই যারা পরের মৌসুমে লিচেস্টারের হয়ে খেলতে পেরে নিজেকে খুশি রাখতে পারবে। খুব শীঘ্রই আমি ক্লাবের সেসব ফুটবলারকে নিয়ে দুর্দান্ত একটি দল গড়তে চাই। তবে, বার্সা বা রিয়ালের মতো এত বড় কোন ক্লাব হতে আমাদের আরও সময় লাগবে।’ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার নজর কেড়েছেন মাহরেজ। খুব শীঘ্রই মেসি-নেইমার-সুয়ারেজদের পাশে তাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। মাহরেজের দুর্দান্ত পারফর্মেন্সে এই মৌসুমে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি ও লিভারপুলের মতো দলকে পেছনে ফেলে ইংলিশ লীগের শীর্ষস্থান ধরে রেখেছে লিচেস্টার সিটি। রেনেইরির লিচেস্টার মাহরেজের সঙ্গে আরও চার বছরের চুক্তি সম্পন্ন করতে আগ্রহী। তবে সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে, স্প্যানিশ ক্লাব বার্সা যদি মাহরেজকে দলে ভেড়াতে ইচ্ছা প্রকাশ করে, তবে আলজেরিয়ান তারকা এ উইঙ্গারকে ধরে রাখাটা কঠিন হয়ে পড়বে লিচেস্টারের জন্য।
×