ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে অমর একুশের নানা আয়োজন

প্রকাশিত: ২৩:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে অমর একুশের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ অমর একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে যায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার। ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান। পরে একে এক জেলা আওয়ায়মী লীগ, ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ, জেলা আইনজীবী সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জ-বিক্রমপুরের কাগজ ফাউন্ডেশন, লেডিস ক্লাব, মুন্সীগঞ্জ অপেক্স ক্লাব, অন্বেষণ বিক্রমপুরসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। রবিবার ভোরে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশার মানুষ, বিভিন্ন সংগঠন প্রভাত ফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও বিতর্কসহ নাটক উপস্থাপিত হয়। তাছাড়া লৌহজং , শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গীবাড়ি ও গজারিাসহ ৬টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মার্তৃভাষা পালিত হয়েছে।
×