ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইসিটি প্রসিকিউটর মোহাম্মদ আলী সাসপেন্ড

প্রকাশিত: ০৭:২১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

আইসিটি প্রসিকিউটর মোহাম্মদ আলী সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে খবরের সত্যতা নিশ্চিত করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে বলে রাতে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-শাহীন। তিনি জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই তাকে ট্রাইব্যুনালের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছেন ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। এরই প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে আটক সংসদ সদস্য হান্নানের জামিনের বিনিময়ে ট্রাইব্যুনালের এক বিচারপতিকে টাকা দেয়ার প্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে। পরে ওই বিচারপতি চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব মামলা থেকে প্রত্যাহার করে আদেশ জারি করা হয়।
×