ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বর্ণজয়ী জলকন্যা শিলাকে যশোরে সংবর্ধনা

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

স্বর্ণজয়ী জলকন্যা শিলাকে যশোরে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সাউথ এশিয়ান গেমসের সাঁতারে দুটি স্বর্ণপদক জয়লাভ করে রেকর্ড গড়া মাহফুজা আক্তার শিলার বাড়িতে বুধবার রাতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। ফলে রাতেই আলোকিত হয় দীর্ঘদিন কেরোসিনের কুপি জ্বালানো শিলার বসতঘর। এদিকে বৃহস্পতিবার শিলা বাসযোগে ঢাকা থেকে যশোরে এসে পৌঁছালে জেলা প্রশাসন থেকে সংবর্ধনা দেয়া হয়। নির্ভৃত পল্লীর দরিদ্র পরিবারের সন্তান মাহফুজা আক্তার শিলা এখন দক্ষিণ এশিয়াসহ সারা বাংলাদেশের পরিচিত মুখ। মেধাবী শিলা সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করলেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সাঁতারু হিসেবে। স্কুলে থাকা অবস্থায় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন। প্রতিভা গুণে বিকেএসপির প্রশিক্ষণ নিয়ে নিজ দেশে সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের হয়ে বিদেশের মাটিতে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়েছেন। সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ খেলোয়াড়ের ঝুলিতে রয়েছে ২০০৬ সালে সাফ গেমসে ২টি ব্রোঞ্জ, ২০০৮ ও ২০০৯ সালে ইন্দো-বাংলা গেমসে দুটি স্বর্ণ ও ২০১০ সালে সাফ গেমসে একটি রৌপ্য পদক। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে সম্প্রতি শেষ হওয়া সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়। গত ৮ ফেব্রুয়ারি ১০০ মিটার এবং পরের দিন ৫০ মিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হন মাহফুজা খাতুন। তার এ সাফল্যে পরিবারসহ দেশের ক্রীড়াঙ্গন ও তার জন্মভূমির মানুষ খুশিতে আত্মহারা। আর সেই আনন্দে শরিক হতে গত ১০ ফেব্রুয়ারি শিলার পৈত্রিক ভিটায় হাজির হন জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর। এ সময় তিনি শিলার গর্বিত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের বাড়িতে এক সপ্তাহের মধ্যে বিদ্যুত সংযোগ, রাস্তা সংস্কার ও সম্পত্তি পুনঃ উদ্ধারে আইনী সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার রাতে শেষ হয়েছে সে সাতদিন। আর শেষ দিন রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয় শিলার বাড়িতে। নওয়াপাড়া পল্লী বিদ্যুত সমিতি রাতে ওই বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দিলে আলোকিত হয়ে পড়ে দীর্ঘদিন কেরোসিনের কুপি জ্বালানো শিলার বসতঘর। বিদ্যুত সংযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন যশোর পল্লী বিদ্যুত সমিতি-২-এর ডিজিএম কামরুল ইসলাম গোলদার, এজিএম (কম) হাবিবুর রহমানসহ বিদ্যুত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। ডিজিএম কামরুল ইসলাম গোলদার জানান, ন্যূনতম ৭৫০ টাকা ফি নির্ধারণ করে শিলার বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। তবে তার পরিবারের কাছে ওই অর্থ না থাকায় তা পরে পরিশোধের অনুরোধ জানানো হয়েছে। এদিকে সাউথ এশিয়ান গেমসের সাঁতার ইভেন্টে দুটি স্বর্ণজয়ী যশোরের মেয়ে মাহফুজা আক্তার শিলাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে সড়কপথে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে নেয়া হয় সার্কিট হাউসে। সেখানে সংবর্ধনা দেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমানসহ ভক্ত-অনুরাগীরা। এ সময় মাহফুজা বলেন, আমি যত বড় পুরস্কার অর্জন করি না কেন আমার বড় পরিচয় আমি যশোরের মেয়ে, আপনাদের মেয়ে। সামর্থ্য থাকা পর্যন্ত ক্রীড়া জগতে থাকার আশা ব্যক্ত করেন এ কৃতী সাঁতারু। এ সময় মাহফুজার বাবা আলী আহমেদ ও মা করিমুন্নেচ্ছাসহ অন্য স্বজনরা উপস্থিত ছিলেন। তাদেরও শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা শেষে মাহফুজাকে নিজ গ্রামের বাড়ি জেলার অভয়নগর উপজেলার পাঁচকবর গ্রামে নিয়ে যাওয়া হয়।
×