
ছবি: জনকণ্ঠ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপি নারী বান্ধব দল। নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান, অধিকার প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়নে বিএনপি, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া অপরিসীম অবদান রেখেছে। আগামী দিনেও বিএনপি নারী উন্নয়ণের সেই ধারা অব্যাহত রাখবে।
শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স মহিলা দলের নেত্রী ও কর্মীদের প্রতি গ্রামে গ্রামে সাধারণ মহিলাদের মাঝে তারেক রহমানের একত্রিশ দফা ও ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারভাতা, সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ জনকল্যাণমূলক কর্মসূচী মধ্যে প্রচার করার আহবান জানান।
তিনি বলেন গ্রামে মহিলা দলকে সংগঠিত করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের পক্ষে মহিলা দলকে জোর প্রচারণা চালাতে হবে। তিনি বিএনপির বিরুদ্ধে একটি দলের নারী কর্মীদের অপপ্রচারের বিষয়ে উল্লেখ করে বলেন, তাদের অপ প্রচারে গ্রাম গঞ্জে মহিলারা যেনো বিভ্রান্ত না হয় সে দিকে মহিলা দলের কর্মীদের দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, কয়েকটি দল নির্বাচন নিয়ে কৌশলের নামে নির্বাচন বিলম্বিত করতে নিত্য নতুন নন ইস্যুকে ইস্যু বানাতে তৎপর। তিনি বলেন নির্বাচন নিয়ে কোনও যড়যন্ত্র জনগণ বরদাশত করবে না। যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপি পাতানো নির্বাচন নয়, জনগণের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে, এবং তা করতে যত প্রকার সহযোগিতা প্রয়োজন তা করতে চায়। যারা সীটের জন্য অন্য দলের মুখাপেক্ষি, তাদের মুখে পাতানো নির্বাচনের আশঙ্কা শোভা পায় না।
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজীন চৌধুরী লিলির সভানেত্রীত্বে ও সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলুর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা দলের মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, মহিলা দলের নেতৃবৃন্দের মধ্যে জেলা মহিলা দলের সহ সভানেত্রী সালেহা খাতুন, সহ সম্পাদিকা অ্যাডভোকেট শুভ্রা পান্থাসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
সাব্বির