ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীর একরাম হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: ২২:২৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬

ফেনীর একরাম হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর একরামুল হক হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ওই মামলার আসামি ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলের জামিন স্থগিতের আদেশ বহাল রেখে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আপিল বিভাগ বলেছে, ওই ছয় মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি না হলে বিচারিক আদালত আসামি আদেলের জামিন বিবেচনা করতে পারবে। আদেলের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে এ আদেশ দেয় সর্বোচ্চ আদালত। নিম্ন আদালতে আগামী ১০ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন রয়েছে। আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। আদেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমী এলাকায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে নিজের গাড়িতে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।
×