ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক মুক্তিই পারে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে ॥ ড. খলীকুজ্জমান

প্রকাশিত: ০৪:১৫, ২ ফেব্রুয়ারি ২০১৬

অর্থনৈতিক মুক্তিই পারে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে ॥ ড. খলীকুজ্জমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক মুক্তিই পারে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন তখনই ঘটবে যখন দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। আমরা চাই সবাই যেন উন্নয়নের ছোঁয়া পাই। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ‘দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহ ও সক্ষমতা বৃদ্ধি’ (সমৃদ্ধি) বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পিকেএসএফের উপ-ব্যবস্থপক ড. জসীম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ। ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, বাংলাদেশে বা অন্যান্য দেশে গতানুগতিক কাজ করার মানুষের অভাব নেই। গতানুগতিক কাজের ফল গতানুগতিকই হয়। তাই গতানুগতিকতা থেকে বের হয়ে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি করতে অনেক সময় বেশি টাকা সরবরাহ করতে হয়। আর এর ফলে মূল্যস্ফীতি বেড়ে যায়। মূল্যস্ফীতি বাড়লে গরিব মানুষের বেশি ক্ষতি হয়। কিন্তু জিডিপি প্রবৃদ্ধি সুবিধা গুটিকয়েক লোক ভোগ করে। এসব উন্নয়নের বিষয়ে সুষম বণ্টনের তাগিদ দেনে তিনি। আপীল বিভাগের রায়ে চিশতী বহাল অর্থনৈতিক রিপোর্টার ॥ ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহতি প্রদানের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। বাংলাদেশ ব্যাংকের করা এক আবেদনের নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে জারি করা রুল বিচারপতি মোঃ আশফাকুল ইসলামের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে শুনানি করতে বলেছেন আপীল বিভাগ। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। ফারমার্স ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে রাশিদুল হক। এছাড়া মাহবুবুল হক চিশতীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আদেশের পরে এ কে রাশিদুল হক বলেন, ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ এনে ২০১৫ সালের ১৭ মে ফারমার্স বাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুবুল হক চিশতী হাইকোর্টে রিট দায়ের করেন।
×