ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরণখোলায় নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা ব্যাবসা

প্রকাশিত: ২৩:৪৯, ৩০ জানুয়ারি ২০১৬

শরণখোলায় নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা ব্যাবসা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটের শরণখোলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে নিষিদ্ধ গাইড বই ও নিম্মমানের ব্যাকরণ, গ্রামারের রমরমা ব্যাবসা। এতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ম্যানেজিং কমিটির কতিপয় সভাপতি ও শিক্ষকরা লাভবান হলেও চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। চলতি বছর উপজেলার প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক স্কুল সহ মাদ্রাসা ও কিন্ডার গার্টেন গুলোতে সিলেবাস বহির্ভুত নিম্ম মানের গ্রামার ব্যাকরণ ও গাইড বই প্রসাশনের নাকের ডগায় দেদারছে বিকিনিকি চললেও এর কোন প্রতিকার নেই। অভিযোগ, বিভিন্ন প্রকাশনা সংস্থা বছরের শুরুতেই কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ পরিচালনা পরিষদের সভাপতিদের ম্যানেজ করে গাইড বইয়ের রমরমা ব্যাবসা করছেন। মোটা অংকের ‘ডোনেশন বানিজ্যের’ মাধ্যমে বিভিন্ন লাইব্রেরীর মালিকদের যোগসাজসে ব্যাকরণ/গ্রামারসহ নিষিদ্ধ গাইড বই পাঠ্য কর্মসূচিতে অন্তরভূক্ত করেছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের তা ক্রয় করতে বাধ্য করেছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ ভূইয়া জানান, নিষিদ্ধ গাইড বই যাতে শিক্ষার্থীদের ক্রয় করতে উবুদ্ধ করা না হয় সে জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া যে সকল লাইব্রেরীর মালিকরা এ অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শীঘ্রই নির্বাহী কর্মকর্তার সহয়তায় অভিযান চালানো হবে।
×