যারা নিয়মিতভাবে বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপন্যাস পড়েন তাদের এমন হেলুসিনেশন হতেই পারে যে চোখে পড়ে আছেন সাদা চশমা আর মন্ত্রমুগ্ধ হয়ে দেখছেন সমুদ্র। মন চাইল কষ্ট করে ক্যামেরা না এনে এভাবেই একটি ছবি তুলতে। কিংবা ধরুন আছেন স্টেডিয়ামে হঠাৎ কিছু বুঝে উঠার আগেই গোল হয়ে গেল। মনে হতে পারে ইশ যদি দেখতে পারতাম আবার। বা চশমাটা যদি হতো একটা ক্যামেরা তাহলেই তো গোলটা আবার রিপ্লেদেখা যেত। সায়েন্স ফিকশনের সেসব কল্পকাহিনী এবারে সত্যি হতে যাচ্ছে গুগলের কল্যাণে। কিছু দেখছেন? মনে হলো দৃশ্যটার ছবি নিতে চাই। ওপরের ছবির মতো শুধু শুধালেই হয়ে যাবে। এই চশমা আপনাআপনি ছবি তুলে নেবে। কোন নাচের অনুষ্ঠান দেখছেন? রেকর্ড করতে চান? রেকর্ড করার ইন্সট্রাকশন দিলেই হবে। ব্যস হয়ে যাবে। সূর্যের দিকে তাকিয়ে ভাবছেন কয়টা বাজে? উত্তর তো আপনার চোখের সামনেই। অপিরিচিত রাস্তা? কোন সমস্যা না। গুগল ম্যাপসের সাহায্য নিয়ে আপনার এই আলাদীনের চশমাই আপনাকে নেভিগেশন করে দেখিয়ে দেবে আপনার গন্তব্যস্থল। ভাবছেন সামনের ব্রিজটা কত বড়? এর দৈর্ঘ্য বা উচ্চতাই বা কত? ভাবতে ভাবতেই উত্তর আপনার চোখের সামনে বিদেশে ভ্রমণে আছেন? জানা দরকার সেখানকার স্থানীয় ভাষা। মুহূর্তেই অনুবাদ হয়ে যাবে লোকাল ভাষায়। গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে আপনার চশমাই বলে দেবে। তথ্য জানা দরকার কখন আপনার ফ্লাইটটি ছাড়ছে? কষ্ট করে আর গুমরামুখো রিসিপশনিস্টকে এক্সকিউজ মি বলার দরকার নেই। চশমাই আপনাকে জানিয়ে দেবে আপনার ফ্লাইটের সময়সূচি।
এত কিছু? ভাবতেই অবিশ্বাস্য মনে হচ্ছে। না গুগল এবারে সত্যিই রিভোলিউশন করে ফেলবে। অবশ্য গুগল এখন এটি পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়তে যাচ্ছে। সুতরাং সবাই এটি এখনই পাচ্ছে না। তবে এটি পেতে হলে আপনাকে গুগলে একটি দরখাস্ত করতে হবে।
আইটি ডটকম ডেস্ক