ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুর

প্রকাশিত: ২২:১৮, ২৭ জানুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকালে শহরের কালেক্টরেট ময়দানে জাঁকজমকপূর্ণ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও শিক্ষালয়সহ সরকারি-বেসরাকারি ৪৬টি প্রতিষ্ঠান প্রযুক্তির নানা পসরা নিয়ে স্টল নিয়ে বসেছে। প্রযুক্তির নানা উদ্ভাবন এবং সুবিধা জানতে ভিড় পরেগেছে মেলা প্রাঙ্গনে। এডিসি মোহা. হারুন অর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, রাজনীতিক মো. জামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য এই মেলা উন্মুক্ত রাখা হয়েছে। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে মেলায় নানা রকম পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
×