ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ত্রাসী হামলার প্রতিবাদে ডোমারে কাল পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৪:১৩, ২৪ জানুয়ারি ২০১৬

সন্ত্রাসী হামলার প্রতিবাদে ডোমারে কাল পরিবহন ধর্মঘট

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আগামীকাল সোমবার অর্ধদিবস পরিবহন ধর্মঘটের আহ্বান করেছে ডোমার উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ। হত্যার উদ্দেশে মোটর শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেয়া হয়। শ্রমিক নেতা বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি আতিয়ার রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা ট্র্যাক, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তারুল হক প্রমুখ। এ সময় জানানো হয়, গত ২৯ ডিসেম্বর ডোমার উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদকে (৬০) হত্যার উদ্দেশে তার বাসার সামনে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে। হবিগঞ্জে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে জানান, দেশ টিভি’র জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও মূল হোতা আব্দুর রউফসহ পলাতক জড়িতদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে হবিগঞ্জ শহরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখের প্রধান সড়কে দুপুরে ২ ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন, শহরের নানা এলাকা থেকে শিশু-কিশোরসহ আগত নানা পেশার অসংখ্য নারী-পুরুষ ও জাতীয় এবং স্থানীয় প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সম্পাদক-সাংবাদিকগণ। এদিকে এই কর্মসূচী চলাকালে সংশ্লিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পরবর্তী এক সমাবেশে বক্তব্য রাখেন ফজলুর রহমান, নির্মূল ভট্রাচার্য রিংকু, চৌধুরী মোঃ ফরিয়াদ, গোলাম মোস্তফা রফিক, রফিকুল হাসান চৌধুরী তুহিন, মশিউর রহমান কামাল, মাহবুবুর রহমান আউয়াল, সিরাজুল হক, আশরাফুল ইসলাম কুহিনুর প্রমুখ। বার্ষিক পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে এ ভি জে এম সরকারী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ মতিউর রহমান, আব্দুল্লাহ সাজ্জাদ, সিনিয়র শিক্ষক মোঃ সাহাব উদ্দিনসহ বিদ্যালয়ের অন্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। স্বেচ্ছায় ক্যাম্পাস পরিষ্কার নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩ জানুয়ারি ॥ মঠবাড়িয়া সরকারী কলেজ ক্যাম্পাসে শনিবার দুপুরে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান হয়। কলেজের কয়েকশ’ শিক্ষার্থী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। জানা যায়, কলেজ অধ্যক্ষের আহ্বানে সাড়া দিয়ে কলেজ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়। এক বছর ধরে প্রতিমাসে দুইবার পুরো কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন করার অভিযান চলে আসছে।
×