ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একুশের ভাস্কর্য নির্মিত হচ্ছে জাতিসংঘের সামনে

প্রকাশিত: ১৯:১০, ১৩ জানুয়ারি ২০১৬

একুশের ভাস্কর্য নির্মিত হচ্ছে জাতিসংঘের সামনে

অনলাইন ডেস্ক ॥ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য। ভাস্কর্য স্থাপনে নিউ ইয়র্ক সিটির মেয়র কর্তৃক অনুমতির পর স্থান নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় সিটি মেয়র দপ্তরের কর্মকর্তা জেনিফার লেন্টাস জাস জাতিসংঘ সদর দপ্তরের সামনে ভাস্কর্য স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে দেন। আগামী ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমিতে নির্মিত একটি ভাস্কর্য এই প্রথমবারের মতো নিউ ইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপন করা হচ্ছে। উত্তর আমেরিকায় বাঙালির একুশ উদযাপনের দীর্ঘ ইতিহাসে এ ভাস্কর্য স্থাপন একটি যুগান্তকারী ঘটনার সৃষ্টি করছে বলে মনে করা হচ্ছে। স্থান নির্ধারণকালে উপস্থিত ছিলেন বিশ্বজিত সাহা, নিনি ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, আব্দুর রহিম বাদশা, নাজিম আহমেদ প্রমুখ। ২০১৫ সালের শুরুতে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসব্যাপী একুশের ভাস্কর্য স্থাপনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি অব নিউ ইয়র্ক পার্ক অ্যান্ড রিক্রিয়েশন ডিপার্টমেন্ট চলতি মাসের প্রথম সপ্তাহে এক চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে গত একমাস ধরে এ ভাস্কর্য স্থাপনের বিষয়টি চূড়ান্ত করা হয়। স্থান নির্ধারণ অনুষ্ঠান শেষে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিনিধি দলটি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে একুশের ভাস্কর্য স্থাপনের বিষয়টি অবহিত করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিশ্বসভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় যেভাবে অমর একুশকে সম্মানিত করা হয়েছে তেমনিভাবে ভাষার মাসের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত মাসব্যাপী ভাস্কর্যটি সবার জন্য উন্মুক্ত থাকবে ম্যানহাটানের প্রথম এভিনিউ ও ৪৭ স্ট্রিটেরর কর্নারে। পেছনে জাতিসংঘের সদর দপ্তর আর বিভিন্ন দেশের সারি সারি পতাকা এবং তার সামনে থাকছে একুশের এই ভাস্কর্য। ভাস্কর্য স্থাপনের আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ। ভাস্কর্যটির নকশা তৈরি করেছেন অলম্পিক গোল্ড মেডেল প্রাপ্ত শিল্পী খুরশীদ সেলিম। আর ভাস্কর্যটি নির্মাণ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মৃণাল হক। আগামী ১ ফেব্রুয়ারি দুপুর ৩টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে ভাস্কর্যটি উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ওয়াশিংটে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান এনডিসিসহ আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, ইউনেস্কো, জাতিসংঘ এবং ইউএনডিপির কর্মকর্তা ও প্রতিনিধিদের। ওইদিন দিনব্যাপী এ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
×