ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী কলেজিয়েট স্কুলে ভর্তি বিড়ম্বনার অভিযোগ

প্রকাশিত: ০৫:২৯, ৯ জানুয়ারি ২০১৬

রাজশাহী কলেজিয়েট  স্কুলে ভর্তি বিড়ম্বনার  অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর কলেজিয়েট স্কুলে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন এক অভিভাবক। ওই অভিভাবক রাজশাহী জেলা প্রশাসকের কাছে ভর্তি বাণিজ্যের লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সূত্র ধরে কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। জানা গেছে, জেলার দুর্গাপুর এলাকার মসলেম উদ্দিনের পুত্র নাহিদ হোসেন নগরীর সরকারী স্কুলে ভর্তির জন্য গত ২২ নবেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় পাস করে সে নগরীর কলেজিয়েট স্কুলের তালিকায় আসে। মেধাতালিকায় চতুর্থ স্থানে তার নাম ছিল। কিন্তু ভর্তি হতে গেলে কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক তালিকায় নাম নেই বলে উল্লেখ করেন। নাহিদ হোসেনের জায়গায় অন্য একজনকে ভর্তিও করা হয়।
×