ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩শ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

প্রকাশিত: ২২:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৫

৩শ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকটি টায়ার-টু মূলধনের শর্ত পূরনে এ বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর বিষয়টি বাস্তবায়ন করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিবে ব্যাংকটি। পরে সংশ্লিষ্ট রেগুলেটরি প্রতিষ্ঠানে আবেদন করবে। সুত্রে আরও জানা গেছে, ব্যাংকটি সিদ্ধান্ত নিয়েছে সাধারণ সভার তারিখ, সময় ও ভেন্যু পরে ঘোষণা করবে। বর্তমানে যমুনা ব্যাংকের পরিশোধিত মূলধন ৬১৪ কোটি ১২ লাখ টাকা। এ’ ক্যাটাগরির এ ব্যাংকটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×