ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাইকো দুর্নীতি মামলা ॥ আদালতে যাচ্ছেন না খালেদা

প্রকাশিত: ১৮:৩৮, ২৭ ডিসেম্বর ২০১৫

নাইকো দুর্নীতি মামলা ॥ আদালতে যাচ্ছেন না খালেদা

অনলাইন রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল সোমবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রবিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া। এ বিষয়ে জানতে চাইলে সানাউল্লা মিয়ার সহকারী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘খালেদা জিয়ার হাতে ব্যথা থাকায় আগামীকাল আদালতে আসতে পারছেন না। পরবর্তী তারিখে তিনি অবশ্যই আদালতে আসবেন।’ আগামীকাল এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি করেন। পরে ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
×