স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে আজ সোমবার পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।
সকাল থেকেই জজ কোর্ট ও এর আশপাশ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আদালত এলাকার প্রবেশ ও বহির্গমন পথসহ বাহদুর শাহ পার্ক মোড়, রায়ের সাহেব বাজার মোড়, ইংলিশ রোডের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরজমিন ঘুরে দেখা যায়, জজ কোর্ট এলাকার চারদিকে প্রতিবন্ধকতা (ব্যারিকেড) দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশ তল্লাশি করে সবাইকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। সামনের রাস্তায় পুলিশে সজোয়াযান (এপিসি) আদালত এলাকার পাশে রাখা হয়েছে।
আদালতের ভেতরে মোটরসাইকেল বা গাড়িসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে এলাকার আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, সকালে আদালতে হাজির হয়ে খালেদা জিয়ার আত্মসমর্পণের কথা রয়েছে। এ কারণে ওই এলাকাসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ
খালেদার আত্মসমর্পণ ঘিরে কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার
প্রকাশিত: ১৮:৫৫, ৩০ নভেম্বর ২০১৫
আরো পড়ুন