ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোলিং এ্যাকশন

নিষিদ্ধ সুনীল নারাইন

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ নভেম্বর ২০১৫

নিষিদ্ধ সুনীল নারাইন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ (বোলিং) হলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারাইন। সন্দেহজনক বোলিংয়ের জন্য তাকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নির্বাসন আর নারাইন যেন সমার্থক। তিন সপ্তাহ আগে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার এ্যাকশন নিয়ে আম্পায়ার সন্দেহ প্রকাশ করেন। এরপর এ্যাকশন পরীক্ষার নির্দেশ দেয় আইসিসি। বোলিংয়ের সময় তার কনুইয়ে অনুমোদিত ১৫ ডিগ্রীর বেশি বাঁক ধরা পড়ে যা আইসিসি কর্তৃক নিষিদ্ধ। ফলে বিশ্বজুড়ে লীগগুলোতেও বোলিং করতে পারবেন না নারাইন। এতে বিপদে পড়বে চলমান বিপিএলে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বোর্ড চাইলে কেবল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে হলে ফের পরীক্ষায় নিজেকে ত্রুটিমুক্ত প্রমাণ করতে হবে। এর আগে চ্যাম্পিয়ন্স লীগ টি২০ এবং আইপিএলে নিষিদ্ধ হলেও এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে এমন ধাক্কা খেলেন ২৭ বছর বয়সী ক্যারিবিয়ান তারকা। আতঙ্কে থাকায় শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।
×