ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএসে যোগদান ঠেকাতে বিদেশে আইন সংস্কারে মার্কিন আহ্বান

প্রকাশিত: ০৪:১০, ২৭ নভেম্বর ২০১৫

আইএসে যোগদান ঠেকাতে বিদেশে আইন সংস্কারে মার্কিন আহ্বান

ইসলামিক স্টেটের (আইএস) মতো গ্রুপগুলোতে যোগ দেয়ার আগে সম্ভাব্য বিদেশী যোদ্ধাদের গ্রেফতারের লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইন কিভাবে জোরালো করা যায় তার ওপর ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশের সরকারগুলোর প্রতি সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে মার্কিন বিচার দফতর। খবর ওয়েবসাইটের। ইউরোপ থেকে সিরিয়া ও ইরাকগামী যোদ্ধাদের খুঁজে বের করতে এবং দেশত্যাগে বাধা দেয়ার জন্য ওবামা প্রশাসনের উদ্যোগের এক অংশ হিসেবে এ বছরের প্রথম দিকে বিদেশী সরকারগুলোর কাছে স্মারক বিতরণ করেছেন যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা। বিষয়টির সঙ্গে অবহিত এক ব্যক্তি এ কথা বলেছেন। এ মাসের প্রথম দিকে প্যারিস হামলা এবং এ সপ্তাহে বেলজিয়ামে নিরাপত্তা অভিযানের পর আইএস যোদ্ধাদের নতুন যোদ্ধা সংগ্রহের চেষ্টা নস্যাতের জন্য চাপে রয়েছে। ইউরোপীয় আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন কর্মকর্তারা ২০১৪ সালের প্রথম দিকে আইএসকে লক্ষ্য করে সংশ্লিষ্ট আইন সংস্কারের জন্য ইউরোপীয় দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা শুরু করেন। কিন্তু ২০১৫ সালের মার্চের স্মারকে বিচার দফতরের উদ্যোগ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সিরিয়া ও ইরাকের উদ্দেশে দেশ ত্যাগের আগে সম্ভাব্য বিদেশী যোদ্ধাদের বিচারের জন্য হস্তান্তর করাসহ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বিবেচনার জন্য অন্যান্য দেশের সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয় স্মারকে। ইরাক ও সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকার মতো কোন এলাকায় যাওয়ার চেষ্টাকে বা বিদেশী সরকারগুলোর কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত কোন গ্রুপে যোগ দেয়ার চেষ্টাকে অপরাধ হিসেবে বিবেচনার জন্য সরকারগুলোর কাছে সুনির্দিষ্টভাবে অনুরোধ উল্লেখ করা হয় স্মারকে। বলা হয়, যুক্তরাষ্ট্রে বিদেশী যোদ্ধাদের দেশত্যাগ প্রতিরোধের উদ্যোগ ফলপ্রসূ হয়েছে।
×