ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে এ্যাপল পে

প্রকাশিত: ০৫:১৭, ২৫ নভেম্বর ২০১৫

চীনে এ্যাপল পে

আগামী বছর ফেব্রুয়ারি মাসে চীনে যাত্রা শুরু করবে মোবাইল লেনদেন ব্যবস্থা এ্যাপল পে। এমনটাই পরিকল্পনা মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের। ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ইতোমধ্যে প্রতিষ্ঠানটি চীনের চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বলে দাবি সংশ্লিষ্টদের। যাত্রা শুরুর পর এ্যাপল পে’কে ই-কমার্স জায়ান্ট আলিবাবার মোবাইল লেনদেন সেবা আলিপে আর সরকার নিয়ন্ত্রিত সেবা ইউনিয়নপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চীনের ইউয়ান লেনদেনের কার্ড সেবাদানের ব্যবসায় ইউনিয়নপে একচেটিয়া ব্যবসা করছে। ২০১৪ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে এ্যাপল পে চালু করা হয়। আর এবার স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারে এই সেবা আনতে যাচ্ছে এ্যাপল। এক বছর আগের তুলনায় এই অর্থবছরের শেষ প্রান্তিকে চীনে প্রতিষ্ঠানটির বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। যুক্তরাষ্ট্রে সব ক্রেডিট কার্ড লেনদেন থেকে ০.১৫ শতাংশ আর ডেবিট কার্ড লেনদেন থেকে ০.৫ শতাংশ চার্জ রাখে প্রতিষ্ঠানটি। কিন্তু চীনে এর পরিমাণ কত হবে তা নিয়ে এখনও কিছু স্পষ্ট নয়। চলতি বছর জুলাইয়ে বিলেতে এই সেবা চালু করে প্রতিষ্ঠানটি। সূত্র: ওয়েবসাইট
×