ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুর বিমানবন্দরে ইউএস বাংলা নামতে পারেনি

প্রকাশিত: ২০:০৪, ৩ নভেম্বর ২০১৫

সৈয়দপুর বিমানবন্দরে ইউএস বাংলা নামতে পারেনি

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা ইউএস বাংলার একটি বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করতে পারেনি। আজ মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটের নির্ধারিত ফ্লাইটটি অবতরনে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকা ফিরে গেছে। ফলে সৈয়দপুর বিমানবন্দরে ফিরতি বিমানে ঢাকার ৭০ জন যাত্রী দুর্ভোগে পড়েছে। খোজঁ নিয়ে জানা যায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে নিয়মিত চেকিং এর সময় সিভিল এভিয়েশনের একটি পিকআপ হঠাৎ করে বিকল হয়ে রানওয়ের মাঝে পড়ে থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিকল পিকআপটি তাৎক্ষনিকভাবে অপসারন করতে ব্যর্থ হয়। ঠিক সে সময় ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউএস বাংলার বিমানটি সৈয়দপুরের আকাশে চলে আসে। বিমানটি সৈয়দপুরে বেশ কয়েকবার চক্রর দেয়ার পরেও বিমানবন্দর কর্তৃপক্ষের অবতরনের ক্লিয়ারেন্স না পাওয়ায় বিমান টি পুনরায় ঢাকা ফিরে যেতে বাধ্য হয়। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে ওই ফিরতি বিমানে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষমান ৭০ জন যাত্রীর ঢাকা যেতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে বলে জানা গেছে। সৈয়দপুর বিমানবন্দরে থাকা ইউএস বাংলা বিমানের দায়িত্বরত ব্যবস্থাপক রাকিব মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, রানওয়ে চেকিংয়ের সময় সিভিল এভিয়েশন’র একটি গাড়ি নষ্ট হওয়ায় তাদের বিমানটি নামতে পারেনি। তবে সৈয়দপুর বিমান বন্দরের ম্যানেজার শাহিন আহমেদ সাংবাদিকদের বলেন তেমন কিছুই হয়নি।
×