ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘সঙ্কট রাজনীতি ও আদর্শের’

প্রকাশিত: ২৩:১২, ১ নভেম্বর ২০১৫

‘সঙ্কট রাজনীতি ও আদর্শের’

স্টাফ রিপোর্টার ॥ মর্গ থেকে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের মৃতদেহ বুঝে নিয়ে তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আবারও বলেছেন, কেবল আইনের বিচারে একের পর এক হামলা বা হত্যার সমাধান হবে না, এ সঙ্কট থেকে বাঁচতে আদর্শগত, রাজনৈতিক সমাধান প্রয়োজন। রবিবার ময়নাতদন্ত ও বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মর্গে উপস্থিত ছিলেন দীপনের শ্বশুর ডা. জালালুর রহমান ও বন্ধু আজিজুল ইসলাম ওয়ালি।
×