ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেশবপুর মাছ বাজারের সেডের কাজ শেষ করা হয়নি পনের মাসে

প্রকাশিত: ২০:৫৪, ৩০ অক্টোবর ২০১৫

কেশবপুর মাছ বাজারের সেডের কাজ শেষ করা হয়নি পনের মাসে

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর॥ চার মাসে নির্মান কাজ শেষ করার কথা কিন্তু পনের মাসেও শেষ হয়নি কেশবপুর মাছ বাজারের সেড নির্মানের কাজ। পনের মাস আগে সেডের পিলার দিয়ে রাখলেও বাকি কাজ শেষ না করায় মাছ ব্যবসায়ী ও কর্মচারীরা অবর্ননীয় দূর্ভোগ পোহাচ্ছে। দীর্ঘ দেড় বছর যাবত নির্মান কাজ বন্ধ রাখায় মাছ ব্যবসায়ীদের ভেতর চরম ক্ষোভ বিরাজ করছে। খোজ নিয়ে জানা যায়, কেশবপুর মাছ বাজারে মাছ বিক্রির জন্য কেশবপুর পৌরসভার রাজস্ব তহবিলের ৪১ লাখ ৩৭ হাজার ৮শ’ ৮২ টাকা ব্যয়ে ২১ মিটার দৈর্ঘ ও ১৮.৬ মিটার প্রস্থের একটি টিন সেড নির্মানের প্রকল্প গ্রহন করে। গত ১৯/০২/১৪ তারিখে টেন্ডারের মাধ্যমে স্থানীয় ঠিকাদার মেসার্স শাহিদা এন্টারপ্রাজের মালিক কাজী মারুফ আহমেদ কাজ পায়। ১শ’ ২০ দিনের ভেতর কাজ শেষ করার কথা উল্লেখ করে গত ১২/০৫/১৪ তারিখে ওয়ার্ক অডার প্রদান করা হয়। তাতে ১১/০৯/১৪ তারিখে নির্মান কাজ শেষ করার কথা। কিন্তু আজ পর্যন্ত নির্মান কাজ শেষ করা হয়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমামুল হক জানান, আমি এখানে নতুন এসেছি, গত ২৫ অক্টোবর মাসিক সভায় আগামী নভেম্বরে কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, ঠিকাদার এ পর্যন্ত পাঁচ কিস্তিতে ১১ লাখ ৩৭ হাজার ৬শ’ ৯৪ টাকা উত্তোলন করেছে। নিয়ম অনুযায়ী এ কাজ বাতিল হবার কথা। তবে পৌর মেয়র ইচ্ছে করলে কাজের মেয়াদ বাড়াতে পারেন। এ ব্যাপারে পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস জানান, ঠিকাদারকে বলা হয়েছে আগামী নবেম্বরের মধ্যে শেষ না করলে কাজ বাতিল করে দেয়া হবে।
×