
অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের একটি মসজিদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছেন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার বলে বলেছে, দেশটির শিয়া সংখ্যালঘুরাই তাদের হামলার লক্ষ্য।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরের শিয়া মুসলিম সম্প্রদায়ের আল-মাসহাদ মসজিদে সোমবার মাগরিবের নামাজের সময় এই হামলা চালানো হয়।
এতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হন।
তবে বিস্তারিত আর কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।