ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হার্ট এ্যাটাক প্রতিরোধ

প্রকাশিত: ০৬:১২, ২২ সেপ্টেম্বর ২০১৫

হার্ট এ্যাটাক প্রতিরোধ

* প্রতিদিন অন্তত ৫ কাপ সবজি খান। কার্বোহাইড্রেট যেমন ভাত-রুটির পরিমাণ কমিয়ে দিন। * ৩ কাপ চা খান প্রতিদিন। চা কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। * যদি আপনি মাংস খান তবে মাংসের ফ্যাট ছাড়িয়ে নিন। পাতলা মাংসে পরিণত করুন। * সামুদ্রিক মাছ যেমন সার্ডিন, ম্যাকারেল ইত্যাদি বেশি করে খান। * প্রতি রাতে অন্তত ১১ ঘণ্টা পেট খালি রাখুন। * মানবিক কাজে আত্মনিয়োগ করুন। * প্রতিদিন নামাজ বা যোগাসন করুন। * ৩০ মিনিট করে সপ্তাহে অন্তত ৫ দিন হাঁটুন। * পশু-পাখির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ুন। * কৃতজ্ঞ হন। * ব্যস্ত থাকুন। * বাড়িটি হবে খোলামেলা। জানালাগুলো দিনে সব খুলে রাখুন। * সবজি, ফলমূল কীটনাশকমুক্ত করুন। * প্লাস্টিকের পাত্রগুলো বাতিল করুন। * প্রতিদিন ৮ ঘণ্টা করে ঘুমানোর চেষ্টা করুন। * ধুমপান ও অধিক মদ্যপান থেকে বিরত থাকুন।
×