ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমতলীতে এক কিমি সড়কের কার্পেটিং ৫ বছরেও শেষ হয়নি

প্রকাশিত: ০৫:১১, ১৪ সেপ্টেম্বর ২০১৫

আমতলীতে এক কিমি  সড়কের কার্পেটিং ৫ বছরেও শেষ হয়নি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৩ সেপ্টেম্বর ॥ আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে সোনাখালী পর্যন্ত সড়কের আঠারোগাছিয়া গ্রামে এক কিলোমিটার কার্পেটিং পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। এতে ওই এলাকার ৮ গ্রামের ১০ সহস্রাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, পটুয়াখালী-আমতলী মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে সংযোগ সড়ক সোনাখালী ইউপি অফিস পর্যন্ত ৮ কিলোমিটার। এ সড়কের ৪ কিলোমিটার কার্পেটিং কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি ৪ কিলোমিটার সড়কের তিন কিলোমিটার কাজের কোন টেন্ডার হয়নি। ২০১০-১১ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এক কিলোমিটার কার্পেটিং ৫০ লাখ ৫০ হাজার টাকায় দরপত্র আহ্বান করে। কাজ পায় মেসার্স নিজাম উদ্দিন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর ঠিকাদার কাজ শুরু করেনি। তিন বছর কাজ না করে রেখে দেয়। ২০১৪ সালের মার্চ মাসে সড়কের বেড কাটা হয়। ২০১৫ সালে ওই সড়কের কাজ পুনরায় শুরু করার নামে মাটি কেটে ফের ফেলে রাখে। ফলে সড়কটি কর্দমাক্ত হয়। জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ সড়ক দিয়ে উপজেলা সদর ও গাজীপুর বাজারে আঠারোগাছিয়া, গেড়াবুনিয়া, চাউলা, সোনাখালী, গোডাঙ্গা, খাকদান, শাখারিয়ার ৮ গ্রামের ১০ সহস্রাধিক মানুষ চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সড়কের বিভিন্ন স্থান খালে পরিণত হয়েছে। মানুষের হাঁটু পরিমাণ পানি ও কাদা দিয়ে চলাচল করতে হয়। স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের আমতলী উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।
×