ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জন্মাষ্টমীর দিন ২০ দলের বিক্ষোভ কর্মসূচী দেয়ার প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৪৩, ৩ সেপ্টেম্বর ২০১৫

জন্মাষ্টমীর দিন ২০ দলের বিক্ষোভ কর্মসূচী দেয়ার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৫ সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমীর দিনে বিএনপিসহ ২০ দলের দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা ২০ দলের ওই বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহারের আহ্বানও জানিয়েছে সংগঠনগুলো। বুধবার পৃথক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে নেতারা বলেছেন, হিন্দু সম্প্রদায় জন্মাষ্টমীর মিছিলসহ নানা কর্মসূচীর মাধ্যমে জন্মাষ্টমী উদ্যাপন করে। সবচেয়ে বড় কর্মসূচী জন্মাষ্টমীর মিছিলে লাখ লাখ মানুষ অংশ নেয়। ২০ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচীর কারণে জন্মাষ্টমী উদ্যাপন বাধাগ্রস্ত হতে পারে। বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিক, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতিত্রয় নির্মল কুমার চ্যাটার্জী, এ্যাডভোকেট প্রশান্ত কুমার বড়ুয়া, উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী এবং সাধারণ সম্পাদক রমেন ম-ল। এদিকে জাতীয় সংসদ অধিবেশনেও পয়েন্ট অব অর্ডারে বিষয়টি স্পীকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে জন্মাষ্টমীর দিনে বিএনপি-জামায়াতের ডাকা কর্মসূচী প্রত্যাহারের দাবি জানিয়েছেন সরকারী দলের সংসদ সদস্য পংকজ দেবনাথ। তাঁর দাবি, জেনে শুনেই সাম্প্রদায়িক মানসিকতা থেকে জন্মাষ্টমীর দিনে বিএনপি-জামায়াত এ কর্মসূচী দিয়েছে।
×