ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ আওয়ামী লীগের রিক্রুটিং সেন্টার ॥ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৮, ২৭ আগস্ট ২০১৫

ছাত্রলীগ আওয়ামী লীগের রিক্রুটিং সেন্টার ॥ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রলীগ হলো আওয়ামী লীগের রিক্রুটিং সেন্টার। এই সেন্টারে যারা কাজ করবে তাদের স্বভাব-চরিত্র, আচার-আচরণ অন্যদের থেকে আলাদা হতে হবে। একজন ছাত্রলীগ কর্মীর স্বভাব-চরিত্র দেখে যাতে আরও পাঁচ সাধারণ ছাত্র ছাত্রলীগে যোগদান করে, সেভাবে ছাত্রলীগ গড়ে তুলতে হবে। জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে বুধবার ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় বস্ত্র, পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা বলেছেন। তিনি বলেন, কোন ছাত্রলীগকর্মী চাঁদাবাজিতে যেতে পারবে না, যদি যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ছাত্রলীগ যদি ঠিক থাকে তবে ছাত্রলীগ হবে আওয়ামী লীগের রিক্রুটিং সেন্টার। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে সভায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাসউদ আহমেদ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান খোকন বক্তব্য রাখেন।
×