ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালের কার্গো কমপ্লেক্সের চালানে বিস্ফোরক ॥ তোলপাড়

প্রকাশিত: ০৯:০৭, ২৭ আগস্ট ২০১৫

শাহজালালের কার্গো কমপ্লেক্সের চালানে বিস্ফোরক ॥ তোলপাড়

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আসা একটি মালের চালানে বিস্ফোরক থাকার খবরে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ ও তদন্ত অধিদফতরের পাশাপাশি অভিযানে নামে র‌্যাবের ডগ স্কোয়াড। কার্গো কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিস্ফোরক সন্দেহে এক কেজি ওজনের একটি প্যাকেট জব্দ করা হয়েছে। র‌্যাবের রাসায়নিক পরীক্ষাগারে সন্দেহভাজন দ্রব্যের পরীক্ষা চলছে। পরীক্ষার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান। বুধবার দুপুরে এমন খবরে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ ও তদন্ত অধিদফতর। এরপর অভিযানে নামে র‌্যাবের ডগ স্কোয়াডের চারটি প্রশিক্ষিত কুকুর। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন জানান, প্রথমে তারা অভিযান চালান। এরপর র‌্যাবের ডগ স্কোয়াডকে অভিযানে নামতে হয়। সেখান থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য সন্দেহে এক কেজি ওজনের একটি প্যাকেট উদ্ধার করা হয়। যা পরীক্ষার জন্য র‌্যাবের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
×