ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশীদের শেয়ার কেনা বেড়েছে

প্রকাশিত: ০৬:৫৪, ৮ জুলাই ২০১৫

বিদেশীদের শেয়ার কেনা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩৭ শতাংশ। এছাড়া আলোচিত অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রয়ের চেয়ে কেনার দিকে বেশি ঝুঁকছেন। মঙ্গলবার ডিএসইর জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচিত অর্থবছরে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৯৯১ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৯২৫ টাকা। এর মধ্যে শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ৪ হাজার ১৪৫ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ১৫৫ টাকা। আর বিক্রয়ের পরিমাণ ছিল ২ হাজার ৮৪৫ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৭৬৯ টাকা এবং নেট অবস্থান ১ হাজার ২৯৯ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা। যা আগের (২০১৩-১৪) অর্থবছরে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ৮৯ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৬০ টাকা। এর মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৭৯১ কোটি ৬৩ লাখ ২৪ হাজার ৪৪৯ টাকা, বিক্রয়ের পরিমাণ ছিল ১ হাজার ২৯৭ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৬১১ টাকা এবং নেট অবস্থান ছিল ২ হাজার ৪৯৩ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার ৮৩৭ টাকা।
×