ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুসা বিন শমসেরের সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক

প্রকাশিত: ০৭:৫২, ৭ জুলাই ২০১৫

মুসা বিন শমসেরের  সম্পদের খোঁজে  মাঠে নেমেছে দুদক

স্টাফ রিপোর্টার ॥ বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের দেশীয় স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজে প্রথমবারের মতো মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এরই অংশ হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসহ ২৪ জায়গায় দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠিয়েছে। তবে দেশী-বিদেশী সকল সম্পদের তথ্য পাওয়ার পর দুদক পুরোদমে মাঠে নামবে বলে জানা গেছে। অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত চিঠিগুলো সোমবার সকালে নির্ধারিত ঠিকানায় পাঠানো হয়েছে। চিঠিতে মুসার সম্পদ সম্পর্কিত যাবতীয় তথ্য জরুরী ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। একইভাবে সুইস ব্যাংকে রাখা অর্থের তথ্য জানতে শীঘ্রই সুইজারল্যান্ড সরকারের কাছে এমএলএআর (মিউচ্যুয়াল লিগ্যাল এ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠানো হবে। দুদক সূত্রে এ খবর জানা গেছে।
×