ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গফরগাঁওয়ে বেহাল সড়ক ॥ ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৫:০৯, ৬ জুলাই ২০১৫

গফরগাঁওয়ে বেহাল সড়ক ॥ ভোগান্তি চরমে

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৪ জুলাই ॥ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন গফরগাঁও-ভালুকা ২১ কি. মি. সড়ক ও গফরগাঁও-ময়মনসিংহ ৪৫ কি. মি. সড়ক বর্তমান বেহাল অবস্থার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মাঝেমধ্যে সওজের ঠিকাদাররা এসে ইটের গুঁড়ি ফেলে গর্ত বন্ধ করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। আর এ সুযোগে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নজরদারি না থাকায় ঠিকাদাররা তাদের ইচ্ছে মাফিক সংস্কার করে যাচ্ছে। জানা যায়, গফরগাঁও-ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর পাশে খান বাহাদুর ইসমাইল হোসেন সড়কটির অবস্থায় বর্তমানে এমন হয়েছে যে, সুস্থ লোক যে কোন যানবাহনে চলাচল করলে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে এ সড়ক দিয়ে ইঞ্জিনচালিত যানবাহন একদম চলাচল বন্ধ হয়ে গেছে গত এক বছর যাবত। ঠিকাদার নিম্নমানের কাজের ফলে সড়কটিতে বড় বড় গর্ত হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে ত্রিশাল হয়ে গফরগাঁও আসতে হচ্ছে যাত্রীদের ফলে অতিরিক্ত সময় ও অর্থ অপচয় হচ্ছে। এ ছাড়া গফরগাঁও উপজেলা সদরে সড়ক ও জনপথ বিভাগের প্রতিটি প্রধান সড়কের অবস্থায় খুবই করুন। উপজেলা সদরের প্রধান সড়কটিতে বর্তমানে পুকুরের মতো বড় বড় গর্ত হয়ে পানি জমে থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। উপজেলা পরিষদ হতে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ পর্যন্ত সড়কটি এমন অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের হেঁটে চলা কঠিন হয়ে পড়েছে।
×