ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সোনারগাঁওয়ের লিচু

প্রকাশিত: ০৪:৩৮, ৩১ মে ২০১৫

সোনারগাঁওয়ের লিচু

সোনারগাঁওয়ের বিখ্যাত লিচু এখন বাজারে। রঙিন ও বড় হওয়ায় লিচুগুলো ক্রেতাদের নজরকাড়ে সহজেই। মধুমাসে বাজারে এখন লিচুসহ ফলের ছড়াছড়ি। এর মধ্যে সোনারগাঁওয়ের লিচুর রয়েছে বিশেষ কদর। রাজধানীর শাহবাগ এলাকা থেকে এক নারীর লিচু কেনার দৃশ্যটি ধারণ করেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×