ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নয়নাভিরাম টগর ফুল

প্রকাশিত: ০৪:১৬, ২৩ মে ২০১৫

নয়নাভিরাম টগর ফুল

ফুল সকলেরই প্রিয়। ফুল ভালবাসে না এমন লোক পাওয়া দুষ্কর। ফুল যে রঙের, কিংবা যে ঘ্রাণেরই হোক না কেন ছোট-বড় সবার কাছে এর সমান গ্রহণযোগ্যতা রয়েছে। ছবির এই দুই শিশু নয়নাভিরাম টগর ফুল নিয়ে দুষ্টামিতে মেতে ওঠে। শিশুদের এই দুরন্তপনা আমাদের ফেলে আসা শৈশবকে মনে করে দেয়। রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়া থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×