ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

’১৬ সাল পর্যটন বছরে ১০ লাখ পর্যটক বাংলাদেশে আসবে

প্রকাশিত: ০৫:৩৬, ২২ মে ২০১৫

’১৬ সাল পর্যটন বছরে ১০ লাখ পর্যটক বাংলাদেশে আসবে

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম আন্তর্জাতিক পর্যটন মেলা উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে ট্যুর অপারেটরদের ভূমিকাই মুখ্য। পর্যটন শিল্পের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। ২০১৬ সালকে ইতোমধ্যে পর্যটনের বছর ঘোষণা করা হয়েছে। ট্যুরিজমের ওই বছরে ১০ লাখ বিদেশী পর্যটক বাংলাদেশ ভ্রমণ করবে বলে আমরা আশা করছি। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পর্যটনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশে আগত পর্যটকরা একবারের জন্যও বাংলাদেশ ভ্রমণে এলে তা হবে দেশের জন্য ইতিবাচক। সে লক্ষ্য সামনে রেখে পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় দেশী-বিদেশী পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আসুন, অন্য পর্যটক আসার আগে আপনারা বাংলাদেশকে দেখুন। তিনি আরও বলেন, পর্যটন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তিনি নিজ উদ্যোগে এ খাতের বিকাশে অনেক কিছু করেছেন। সরকার পর্যটনের গুরুত্ব বোঝে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। পর্যটনের মূল কথা পর্যটকদের এখানে আসতে উদ্বুদ্ধ করা ও নিয়ে আসা। শুধু বিদেশীরা নয়, তারা আসার আগে দেশের মানুষেরও দেশের ট্যুরিজম স্পট ও প্রোডাক্টগুলো দেখায় উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশ ছাড়াও ভুটান, কম্বোডিয়াসহ ১৫টি দেশের ৫৫টি এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও পর্যটনবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩৫টি স্টল অংশ নিয়েছে। মেলা উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠান হোটেল ও প্যাকেজ বুকিংয়ে নানা ছাড় দিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। যথারীতি চলবে ২৩ মে পর্যন্ত। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফটির চেয়ারম্যান হাকিম আলী। এ সময় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের পর্যটনমন্ত্রী রতন ভৌমিক, বাংলাদেশ বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ভুটানের প্রতিনিধি সুনম দর্জি, নেপাল এ্যাসোসিয়েশন অব ট্যুর এ্যান্ড ট্রাভেলস চেয়ারম্যান ডি বি লিম্বো প্রমুখ। সাম্প্রতিক সময়ে হিমালয় কন্যা নেপালে ঘটে যাওয়া ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বিভিন্ন দেশের আগত প্রতিনিধিরা সহমর্মিতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ নেপালকে সর্বাত্মক সহযোগিতা করছে এ সময় বিষয়টি উল্লেখ করেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী। মেলা ঘুরে দেখা যায় পর্যটন মেলায় ভ্রমণপ্রেমীদের উপচেপড়া ভিড়। প্রায় সবাই সাধ্যানুযায়ী কোন দেশে ভ্রমণ করা যাবে- তা খোঁজ নিতে ব্যস্ত। মেলায় প্রবেশের মূল ফটকের একটু দূরে এশিয়ান হলিডেজ লি: এর স্টলে চোখ পড়া মাত্রই থমকে যেতে হবে। ভুটান ভ্রমণে মাত্র ৩ হাজার টাকায় ৩ রাত ৪ দিনের একটি অফার দিচ্ছে তারা! অন্যান্য দেশ ভ্রমণে সর্বোচ্চ ৩১ হাজার টাকার মধ্যে রয়েছে নানা রঙের বাহারি অফার। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটির রয়েছে ১৩টি প্যাকেজ। ওই স্টলে কর্মরত এক ব্যক্তি জানালেন ভুটান ভ্রমণে ভিসা ফ্রির প্রয়োজন নেই। ফলে অল্প টাকায় তাদের এ অফার। অন্যান্য স্টলেও দেখা গেল হাজারো অফার। আর মেলার আয়োজকরা জানান, মেলায় অংশ নেয়া প্রতিটি প্রতিষ্ঠান হোটেল ও প্যাকেজ বুকিংয়ে বিশেষ ছাড় দিচ্ছে। এবারের মেলায় ১৫ থেকে ২০ মিলিয়ন ডলারের আয়ের প্রত্যাশা করছেন আয়োজকরা। সর্বোপরি আন্তর্জাতিক পর্যটন মেলার পঞ্চম আসরের প্রথমদিন পর্যটনপ্রেমীদের ভিড়ে মুখরিত ছিল।
×