ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌরভকেই কোচ হিসেবে পছন্দ গাভাস্কারের

প্রকাশিত: ০৬:০০, ২০ মে ২০১৫

সৌরভকেই কোচ হিসেবে পছন্দ গাভাস্কারের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগেই নতুন কোচ ঘোষণা করার কথা থাকলেও ভারতের ক্রিকেট বোর্ড তা করতে পারেনি। এখন সময়ও নেই। তাই সাবেক ক্রিকেটারদের থেকেই কাউকে সেই দায়িত্ব দিয়ে পাঠাতে হবে। তা বিসিসিআই পাঠাবেও। তবে কাকে কোচ করা হবে, এমনটি এখনও জানা যায়নি। ভারতের গণমাধ্যম থেকে এতটুকু জানা গেছে, কোন কোচ নয়; হাই পারফর্মেন্স ম্যানেজার পাঠানো হবে। সেই ম্যানেজার হচ্ছেন- সৌরভ গাঙ্গুলী। ভারত দলের সঙ্গে ৭ জুন গাঙ্গুলীর বাংলাদেশে আসার কথাও জানা যায়। আসলেই কী তাই হচ্ছে? সৌরভ গাঙ্গুলী নিজেও দায়িত্ব নিতে প্রস্তুত বলেই জানা গেছে। নিজেই সেই ইচ্ছার কথা জানিয়েছেন। তাতে করে গাঙ্গুলীই হতে পারেন বাংলাদেশ সফরে ভারতের কোচ। তবে ‘সুপার কোচ’ হিসেবেও গাঙ্গুলীর দায়িত্ব থাকতে পারে। সুপার কোচ এ জন্য দলের সব দায়িত্ব গাঙ্গুলীর কাঁধেই থাকবে। তিনি থাকবেন দলের হাই পারফর্মেন্স ম্যানেজার। কিভাবে দলের নৈপুণ্যের গ্রাফ উর্ধমুখী করা যায়, সেটিই গাঙ্গুলীর দায়িত্ব থাকবে। তবে গাঙ্গুলীকে বিসিসিআই কাজে লাগাবে দেশের বাইরে বিশেষ করে উপমহাদেশের বাইরে দলের নৈপুণ্য বাড়ানোতেই। এরই মধ্যে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার আবার অন্য কোন দায়িত্বে নয়, গাঙ্গুলীকে কোচ হিসেবেই দেখতে চান। বিশ্বকাপের পর কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। সন্ধান চলছে নতুন কোচের। সম্ভাব্য কোচের তালিকায় নাম আছে ভারত ও ভারতের বাইরের বেশ কয়েকজনের। এক্ষেত্রে সুনীল গাভাস্কারের পছন্দ সৌরভ গাঙ্গুলী। ভারতের ব্যাটিং-কিংবদন্তি গাভাস্কার দেশটির পরবর্তী কোচ হিসেবে ‘দাদার’ নাম সুপারিশ করেছেন। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে গাভাস্কার বলেছেন, ‘ভারত আগামী ম্যাচগুলোর বেশিরভাগই খেলবে ঘরের মাটিতে। তাই এখনই তাকে (সৌরভকে) দলের কোচ করার সেরা সময়। অবশ্য গাঙ্গুলীর হাতে সময় থাকলে তাকে যে কোন ভূমিকাতেই দলের সঙ্গে যুক্ত করা উচিত।’ এ প্রসঙ্গে সৌরভ এখনও নিজে থেকে কিছু বলেননি। তবে ‘প্রিন্স অব কলকাতা’র ওপরে আস্থার অভাব নেই গাভাস্কারের, ‘গাঙ্গুলী টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব নিলে দলের অন্য কোন কোচের প্রয়োজন পড়বে না।’ ‘দেশের মাটিতে বাঘ, বিদেশে বিড়াল’ এই অপবাদ ঘুচিয়ে ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর শুরু সৌরভের হাত ধরে।
×