ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দোতারায় জীবিকা

প্রকাশিত: ০৫:৪৪, ১১ মে ২০১৫

দোতারায় জীবিকা

জন্ম পিরোজপুরে আব্দুল কবির ছোটবেলা থেকেই গানবাজনার প্রতি প্রবল ঝোঁক। তাই হাতে তুলে নেন দোতারা। ঢাকার বিভিন্ন প্রান্তে ঘুরে দোতারা বাজিয়ে গান গেয়ে দর্শককে মাতিয়ে রাখেন। দর্শকরা খুশি হয়ে বখশিশ দেয়। দৈনিক শ’ পাঁচেক টাকা পর্যন্ত আয় হয় তার। এতে বেশ আছেন কবির। এখন স্বপ্ন, নিজে বড় শিল্পী না হতে পারলেও একমাত্র ছেলেকে নামকরা শিল্পী বানাবেন। রবিবার রমনা পার্ক থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×