ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এএফসি যুব ফুটবল বাছাই

ডাচ্ কোচ ক্রুইফের লক্ষ্য মূলপর্ব

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ মার্চ ২০১৫

ডাচ্ কোচ ক্রুইফের লক্ষ্য মূলপর্ব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দলের ডাচ্ কোচ ডি ক্রুইফ বলেন, ‘আমাদের দল ধাপে ধাপে উন্নতি করছে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ-২৩ যুব ফুটবল বাছাইয়ে প্রত্যাশিত ফল অর্জনে সক্ষম। এ আসরে দুটি শক্তিধর প্রতিপক্ষ উজবেকিস্তান ও সিরিয়ার মোকাবেলা করব। ভারত আমাদের সমমানেরই দল। তবে সবার কাছে অনুরোধ করব তারা যেন আমাদের কাছে খুব বেশি প্রত্যাশা না করেন। গত এশিয়ান গেমসে আমরা উজবেকিস্তানের কাছে হারলেও অনেক ভাল খেলেছিলাম। হেমন্ত-সোহেল ইনজুরি কাটিয়ে উঠছে। বঙ্গবন্ধু গোল্ডকাপে আমাদের সিনিয়ররা যথেষ্ট ভাল ফল করেছিল। তখনই বাফুফে সভাপতি সালাউদ্দিন আমাকে একজন ভাল গোলরক্ষক কোচ আনতে বলেছিলেন। এভাবেই শোয়েচলারের বাংলাদেশে আসা। আশা করি তিনি তাঁর দায়িত্ব পালনে সফল হবেন। ফুটবলে যেকোন কিছু ঘটতে পারে। আমরা চেষ্টা করব মূলপর্বে উত্তীর্ণ হতে। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে সেটা অবশ্যই সম্ভব।’ সহকারী কোচ টিটু বলেন, ‘আন্তর্জাতিক এ টুর্নামেন্টে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য একটি বড় অভিজ্ঞতা হবে। আমরা চেষ্টা করছি আমাদের খেলোয়াড়দের ৩টি দলের যে পার্থক্য সেটি সম্পর্কে ধারণা দিতে। স্থানীয় দর্শকদের কাছ থেকে সমর্থনও আশা করি।’ জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার বলেন, ‘এ দেশে আসতে পেরে এবং ক্রুইফের সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে। তার সঙ্গে আগে থেকেই আমার পরিচয় ছিল। বর্তমান গোলকিপিংয়ের সঙ্গে আগের গোলকিপিংয়ের বেশকিছু পার্থক্য রয়েছে। অল্প সময়ে যতটুকু সম্ভব উন্নতি করতে চেষ্টা করেছি।’ অধিনায়ক রায়হান বলেন, ‘প্রস্তুতি ভাল হয়েছে। দ্বিতীয় ম্যাচে হেমন্ত খেলতে পারবে (২০১৩ সালে এএফসি অনুর্ধ-১৯ আসরে হেমন্ত লালকার্ড পেয়েছিলেন এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ইতোমধ্যেই এক ম্যাচের নিষেধাজ্ঞা পার হয়েছে। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেও তাই খেলতে পারবেন না হেমন্ত। তিনি খেলবেন দলের দ্বিতীয় ম্যাচ থেকে), ইয়াসিনও ফিরবে। যদিও কঠিন হবে। তবু আমাদের লক্ষ্য থাকবে গ্রুপ রানার্সআপ হওয়া। আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সেটিতে ভাল করতে চাই। বঙ্গবন্ধু গোল্ডকাপের ৭-৮ জন খেলোয়াড় আছেন এই দলে।’ উল্লেখ্য, বাংলাদেশ অনুর্ধ-২৩ দলের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ১৬ মার্চ থেকে। কিন্তু পেশাদার লীগের ১১ ক্লাবের অনুরোধে বাফুফের পেশাদার লীগ কমিটি আগামী ৯ মার্চ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরুর তারিখ পিছিয়ে নিয়ে যায় আগামী ৩ এপ্রিলে। ক্লাবগুলোর যুক্তিÑ৯ মার্চ থেকে লীগ শুরু করার কিছু দিন পরেই তো সেটা বন্ধ করে দিতে হতো এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ দল গঠন প্রক্রিয়ার কারণে। ফলে এতে ক্লাবগুলোর সমস্যা হতো। তাই অনুর্ধ-২৩ টুর্নামেন্ট শেষ করে তারপরই লীগ শুরু করলে ভাল হয়। বাফুফে ক্লাবগুলোর এ দাবি মেনে নেয়। ফলে ১৬ মার্চের পরিবর্তে অনুর্ধÑ২৩ দলের অনুশীলন ক্যাম্প এগিয়ে আনা হয় ৬ দিন আগেই। কোরিয়ান ফুটবল ফেডারেশনের আয়োজনে একটি টেকনিক্যাল কোচিং সেমিনারে যোগ দিতে সাইফুল বারী টিটুর ১১ মার্চ দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু আগেই যেহেতু বিকেএসপিতে জাতীয় দলের প্রশিক্ষণ পর্ব শুরু হয়ে যাবে, সেহেতু বাফুফে তাঁকে কোরিয়া যেতে মানা করে। ফলে সেখানে যাত্রা বাতিল করে দেশের স্বার্থে টিটু সেটা মেনে নেন।’ ১০ মার্চ ৩৬ খেলোয়াড়কে নিয়ে শুরু হয় বাংলাদেশ যুব দলের অনুশীলন ক্যাম্প। জলবসন্তে আক্রান্ত হওয়ায় বাদ পড়েন রহমতগঞ্জের কৃষ্ণ মালি। এরপর দল কাটছাঁট হয়ে ৩৬ থেকে ২৬, সর্বশেষ ২৬ থেকে ২৩ জনে নামিয়ে আনা হয়। দলে আছেন জাতীয় সিনিয়র দলের ১৩ খেলোয়াড়। বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, প্রধান প্রশিক্ষক লোডভিক ডি ক্রুইফ, সহকারী প্রশিক্ষক এ কে এম সাইফুল বারী টিটু, সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার, গোলরক্ষক প্রশিক্ষক ক্রিস্টিয়ান শোয়েচলার, দলের অধিনায়ক রায়হান হাসান, সহঅধিনায়ক সোহেল রানা, খেলোয়াড় ওয়াহেদ আহমেদ ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস উপস্থিত ছিলেন সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে। সার্বিকভাবে এতে ১০ গ্রুপে অংশ নেবে ৪৩ দেশ। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং বিভিন্ন গ্রুপ মিলিয়ে ৫ সেরা রানার্সআপ দল আগামী ২০১৬ সালে কাতারে অনুষ্ঠিত এ আসরের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। টিকেটের দাম ধরা হয়েছে গ্যালারি ৫০ ও ভিআইপি ১০০ টাকা (এক টিকেটে দুই খেলা)।
×