ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসার ছাত্রীদের এইচএসসি পরীক্ষা কেন্দ্র হাবিবুল্লাহ বাহার কলেজে

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ মার্চ ২০১৫

ভিকারুননিসার ছাত্রীদের এইচএসসি পরীক্ষা কেন্দ্র হাবিবুল্লাহ বাহার কলেজে

স্টাফ রিপোর্টার ॥ শেষ পর্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ছাত্রীদের এইচএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড ও অভিভাবকদের বিতর্কের অবসান হলো। অভিভাবকদের দাবি মেনে পার্শ্ববর্তী হাবিুল্লাহ বাহার কলেজেই পরীক্ষা কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলামের নির্দেশের পর বুধবার শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দূরবর্তী স্থান নটরডেম কলেজে না গিয়ে পার্শ্ববর্তী শান্তিনগরে অবস্থিত হাবিুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবে ভিকারুননিসা নূনের এবারের এইচএসসি পরীক্ষার্থীরা। অভিভাবকরা নতুন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। এশীয় বিশ^বিদ্যালয় যুব উৎসবে বাংলাদেশের অর্জন ॥ ভারতের উদয়পুরের মোহনলাল শুখদিয়া বিশ^বিদ্যালয়ে ৭-১১ মার্চ অনুষ্ঠিত ৮ম দক্ষিণ এশীয় বিশ^বিদ্যালয় যুব উৎসবে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশের এক প্রতিনিধি দল যোগদান করেছিল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউজিসির সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম। নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশের এক প্রতিনিধি দল যোগদান করে।
×