ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে গৃহবধূ হত্যা

অভিযুক্তদের গ্রেফতার দাবিতে মিছিল মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৬, ৫ মার্চ ২০১৫

অভিযুক্তদের গ্রেফতার দাবিতে মিছিল মানববন্ধন

সংবাদদাতা, নাটোর, ৪ মার্চ ॥ নাটোরে গৃহবধূ জেসমিন আক্তার জ্যোতির হত্যাকারী স্বামী রাসেল রনিসহ হত্যায় সহায়তাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে শহরের বড়গাছা এলাকাবাসীর আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেসমিনের মা মনোয়ারা বেগম বলেন, যৌতুকের লোভে গত ২৮ ফেব্রুয়ারি শহরের বড়গাছা এলাকায় ঘাতক রনি এবং তার পরিবারের সদস্যরা গৃহবধূ জেসমিনকে পিটিয়ে জখম করে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে হত্যাকারী রাসেল রনিসহ অন্যদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। বিএডিসির পাটবীজ বিতরণ শুরু বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উৎপাদিত উন্নত মানসম্পন্ন দেশী ও তোষা পাটবীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশী পাটবীজের মূল্য প্রতিপ্যাকেট (১০০০ গ্রাম) ১৪৭ টাকা, তোষা পাটবীজের সকল জাতের মূল্য প্রতিপ্যাকেট (৭৭৫ গ্রাম) ১১০ টাকা ও তোষা পাট বীজের সকল জাতের ক্যারিওভার বীজের মূল্য প্রতিপ্যাকেট (৭৭৫ গ্রাম) ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ৪২ জেলা ও ৩৬ উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র এবং বিএডিসির অনুমোদিত বীজ ডিলার ২২টি আঞ্চলিক বীজ গুদাম ও ২২টি জেলা ট্রানজিট বীজ বিক্রয় কেন্দ্র থেকে দেশী ও তোষা পাট বীজ ক্রয় করতে পারবেন। -বিজ্ঞপ্তি গাজীপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ওয়ার্কশপ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ মার্চ ॥ গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন এ্যান্ড ট্রেনিং (বিপসট) এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামরিক বেসামরিক সংস্থাসমূহের মধ্যকার সমন্বয় বিষয়ে বুধবার দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত ওই ওয়ার্কশপে জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের কান্ট্রি ডিরেক্টর মিস পলিন টেমেসিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ওয়ার্কশপ শেষে বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
×