ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিপিএইচ ইস্পাত ও এস আলমের প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত: ০৬:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

জিপিএইচ ইস্পাত ও এস আলমের প্রতিবেদন প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত ও এস আলম কোল্ড রোল্ড স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জিপিএইচ ইস্পাতের তৃতীয় প্রান্তিক ও এস আলমের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে পাওয়া। তৃতীয় প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের নীট মুনাফা হয়েছে ৮ কোটি ৯৭ লাখ বা শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৪ লাখ বা ০.৮০ টাকা। তবে কোম্পানিটির ৩য় প্রান্তিক শেষে বা ৯ মাসে নীট মুনাফা হয়েছে ২৪ কোটি ৭১ লাখ বা ইপিএস ১.৯৮ টাকা। প্রথম প্রান্তিকে এস আলম কোল্ড রোল্ড স্টিলের নীট মুনাফা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ বা ইপিএস হয়েছে ০.৩৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ৮১ লাখ বা ০.২৯ টাকা। ম্যাকসন্সের লেনদেন শুরু রবিবার অর্থনৈতিক রিপোর্টার ॥ রেকর্ড ডেটের পর ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের লেনদেন চালু হবে আগামী রবিবার। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার কোম্পানির লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ম্যাকসন্স স্পিনিং মিলসের লেনদেন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি স্পট ও ব্লক/অডলটে হয়েছে। উল্লেখ্য, বস্ত্র খাতের এই কোম্পানি ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×