ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৪ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৭:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৪ ॥ আহত ৫০

জনকণ্ঠ ডেস্ক ॥ সোমবার গোপালগঞ্জ, মাগুরা ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআইসহ নিহত হয়েছে ৪ জন। আহত হয়েছে অন্তত ৫০ জন। নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর গোপালগঞ্জ ॥ চরমোনাই শরীফের বার্ষিক ওয়াজে যাওয়ার পথে গোপালগঞ্জে এক বাস দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত ও অর্ধশত আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কাজুলিয়া মাদ্রাসা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হলেন, চাচা আনসার আলী শেখ (৭০) ও ভাতিজা মোস্তফা শেখ (৫০)। তাদের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামে। মাগুরা ॥ মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছে। নিহত এসআই হচ্ছেন সদর থানার মশিউর রহমান ( ৫৫) । সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদা নামক স্থানে একটি ইট বোঝাই ট্রাক এসআইয়ের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। পুলিশ ঘাতক ট্রাকসহ চালক আরব আলীকে গ্রেফতার করেছে । কিশোরগঞ্জ ॥ জেলার পাকুন্দিয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় বাদল খান (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মৃত আঃ রশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত বাদল প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে সাইকেলযোগে সবজি বিক্রির জন্য কিশোরগঞ্জ নেয়ার পথে তার মৃত্যু হয়। শেরপুরে ধর্ষণ মামলা ॥ কাজের মেয়েকে স্বামীসহ পিটিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ গৃহকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ভয়ে পালিয়েও রক্ষা পেল না যুবতী কাজের মেয়ে (৩০)। গৃহকর্তা রবিউলসহ তার লোকজন কৌশলে আপোসের কথা বলে ওই কাজের মেয়ে ও তার স্বামীকে ডেকে নিয়ে বেধড়ক মারপিটে রক্তাক্ত করেছে। সোমবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। লালমনিরহাটে ধর্ষিতার ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় পুলিশ চার্জশীট দেয়ায় ধর্ষিতা ও তার স্বামীকে আসামির নেতৃত্বে বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা । এ সময় বাড়িতে আটক রেখে তাদের ওপর নির্মম নির্যাতন করে।
×