ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেইমারের কাছে আত্মসম্মানই বড়

প্রকাশিত: ০৫:৪৫, ৩১ জানুয়ারি ২০১৫

নেইমারের কাছে আত্মসম্মানই বড়

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা ডেল’রে ফুটবলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জোড়া গোল করে নিজ দল বার্সিলোনাকে সেমিফাইনালে পৌঁছে দেন নেইমার। কিন্তু ম্যাচের একপর্যায়ে প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান অধিনায়ক। এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এ্যাটলেটিকো অধিনায়ক গাবিও কড়া সমালোচনা করেন নেইমারের। তবে সমালোচনার জবাব দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই তারকা। এ্যাটলেটিকো অধিনায়ক গাবি বলেছিলেন, ব্রাজিল অধিনায়ক একজন বিরক্তিকর ফুটবলার। তিনি বল নিয়ে মাঠে অসৌজন্যমূলক আচরণ করেন। প্রতিপক্ষেও খেলোয়াড়দের সম্মান জানান না। এছাড়া নেইমারের অঙ্গভঙ্গিও বিরক্তিকর। এমন মন্তব্যে অবশ্য ক্ষুব্ধ নন নেইমার। তিনি পারস্পরিক সম্মানবোধের উপদেশ দিয়েছেন সমালোচনা করা ফুটবলারদের। অনেকটা উপদেশ দেয়ার মতো তিনি বলেন, কেউ কাউকে কোন কিছু পছন্দ করতে বাধ্য করতে পারে না। সম্মানবোধ বলতে তো কিছু একটা থাকে।
×