ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংলাপের আহ্বান জানিয়ে হাসিনা ও খালেদাকে এরশাদের চিঠি

প্রকাশিত: ০৮:১৭, ২৬ জানুয়ারি ২০১৫

সংলাপের আহ্বান জানিয়ে হাসিনা ও খালেদাকে এরশাদের চিঠি

স্টাফ রিপোর্টার ॥ দেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। রবিবার সন্ধ্যায় এরশাদের পক্ষ থেকে দুই নেত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক সহিংসতা নিরসনে সংলাপ খুবই জরুরী। দেশের স্বার্থে সংলাপ শুরু করা দরকার। জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের হাতে চিঠিটি পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব আবুল হাসান আহমেদ জুয়েল। এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ি রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাতে এইচএম এরশাদের চিঠিটি দেন আবুল হাসান আহমেদ জুয়েল।
×