ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলে অভিযান বরিশালে প্রথম দিনেই শতাধিক মামলা

প্রকাশিত: ০৬:০৬, ২৪ জানুয়ারি ২০১৫

মোটরসাইকেলে অভিযান  বরিশালে প্রথম দিনেই শতাধিক মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মোটরসাইকেলে সঙ্গী বহনের ওপর প্রজ্ঞাপন জারির পর নগরীতে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরযান আইনে শতাধিক মামলা দায়ের করেছেন। একইসাথে বৈধ কোন কাগজপত্র না থাকায় চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আবু সালেহ মোঃ রায়হান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, বিএনপির চলমান অবরোধ আন্দোলনে নাশকতা রুখতে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মোটরসাইকেলে সঙ্গী বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপরেই নগরীতে মোটরসাইকেল বিরোধী অভিযানে নামেন মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ।
×