ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে তিন নদীর মোহনায় হচ্ছে নীট পল্লী

প্রকাশিত: ০৪:১৪, ২৩ জানুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জে তিন নদীর মোহনায় হচ্ছে নীট পল্লী

অর্থনৈতিক রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিন নদীর মোহনার শান্তিরচরে প্রস্তাবিত নিট পল্লী স্থাপনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনকে (বিকেএমইএ) অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সম্প্রতি ত্রিপক্ষীয় আলোচনা সভায় এ অনুমোদন দেয়া হয়। ওইদিন বিকেলে ঢাকার কাওরান বাজারে বাংলাদেশ ডেভলেপার ব্যাংক লিমিটেড (বিডিডিএল) ভবনে প্রধানমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রণাধীন বেজার কার্যালয়ে বেজা কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিকেএমইএ নেতাদের এই ত্রিপক্ষীয় সভা হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান প্রবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শান্তিরচর নিয়ে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তাবনা তুলে ধরেন বন্দর উপজেলার ভূমি কর্মকর্তা নাহিদা বারী।
×