ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে ভলান্টারি সার্ভিস নেই, আছে এনজিও সার্ভিস ॥ মুহিত

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ জানুয়ারি ২০১৫

দেশে ভলান্টারি সার্ভিস নেই, আছে এনজিও সার্ভিস ॥ মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে ভলান্টারি সার্ভিস নেই, যা আছে তা এনজিও সার্ভিসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আগে এনজিওরা স্বেচ্ছাসেবা দিত, এখন তারা সেখান থেকে সরে এসেছে। স্বেচ্ছাসেবা দেয়ার মনমানসিকতা তাদের এখন আর নেই। শনিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে ভলান্টিয়ার্স এ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভিএবি) পনেরো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবে অর্থমন্ত্রী আয়োজক সংগঠনটিকে আগে থেকে চেনেন এবং তারা যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে তিনি সন্তুষ্ট বলেও জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গবর্নর ড. আতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ভলান্টিয়ার্স এ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ আমেরিকাপ্রবাসী কয়েকজন বাংলাদেশী ও তাদের বন্ধু-বান্ধবদের আর্থিক সহায়তায় পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। দেশের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সমাজ সংযোগ কর্মসূচী পালনের মহান ব্রত নিয়ে সংস্থাটির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পনেরো বছর আগে। সময়ের পরিক্রমায় তা মহীরূহ হয়ে আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে।
×