ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৬ জেলে নিখোঁজ

প্রকাশিত: ০৪:২৮, ২ জানুয়ারি ২০১৫

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৬ জেলে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এফবি মুক্তি-১ নামের শরণখোলার একটি ফিশিং ট্রলার ১৬ জেলেসহ ২১ দিন ধরে নিখোঁজ রয়েছে। মালিকের ধারণা, ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ট্রলারটি হারিয়ে যেতে পারে। এ ঘটনায় নিখোঁজ জেলেদের স্বজনরা বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। নিখোঁজ ট্রলারের মালিক বিলাস রায় কালু জানান, গত ১১ ডিসেম্বর শরণখোলার রায়েন্দা বাজার থেকে তার এফবি মুক্তি-১ নামের ফিশিং ট্রলারটি নিয়ে ১৬ জেলে মাছ ধরতে এক সপ্তাহের বাজারসহ বঙ্গোপসাগরে যাত্রা করে। এরপর থেকে ওই ট্রলারটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জেলেদের স্বজনরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। এ ঘটনায় শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে তিনি জানান। হারিয়ে যাওয়া জেলেরা হলেন, উপজেলার রাজৈর গ্রামের মোঃ শাহ আলম (মাঝি), মোঃ ইউনুস হাওলাদার, মোঃ নাইম, উত্তর কদমতলার হেমায়েত উদ্দিন, আলামিন মোল্লা, হালিম হাওলাদার, মোঃ আব্বাস, হাসান শিকদার, আবদুল্লাহ খান, মধু খান, ফারুক খান, দিকচর গ্রামের তহিদুল, খাদা গ্রামের শাহজাহান হাওলাদার, রসুলপুর গ্রামের বারেক তালুকদার, মঠেরপাড় গ্রামের মোঃ কামাল হাওলাদার ও চট্টগ্রামের বাঁশখালী গ্রামের শামসুদ্দিন হাওলাদার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ অতুল ম-ল জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জানিয়েছেন। পাথর নিক্ষেপ করে ১৫ জলদস্যু আটক সংবাদদাতা পাথরঘাটা থেকে জানান, বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি করার সময় জেলেরা জলদস্যুর ট্রলারকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ১৫ জলদস্যুকে আটক করেছে। তাদের পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। জলদস্যুদের কাছ থেকে ডাকাতিকাজে ব্যবহৃত দেশীয় তৈরি ধারালো ১১টি রামদা, স্যানা, ৫টি কাঠের তৈরি মুগুর, ২টি লম্বা হুক উদ্ধার করা হয়েছে। পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. রাহাতুজ্জামান জানান, বুধবার রাত ১১টার দিকে সাগরের জলদস্যু চলা বাহিনী চট্টগ্রামের বাঁশখালী এলাকার রহিম সওদাগরের মালিকানাধীন এফবি আল মক্কা ট্রলার নিয়ে পাথরঘাটার এফবি মা ট্রলারে ডাকাতি করে। এ সময় মোবাইল ফোনে খবর পেয়ে এফবি মহসিন আউলিয়া এবং এফবি মায়ের দোয়াসহ ৪-৫টি ট্রলার এগিয়ে এলে জলদস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জেলেরা একত্রিত হয়ে ট্রলারে থাকা পাথর নিক্ষেপ করে এবং জলদস্যুদের ধাওয়া করে। এ সময় সাগরে টহলে থাকা কোস্টগার্ড বাহিনীকে খবর দিলে তারা স্পিডবোট দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রলারসহ ১৫ জলদস্যুকে আটক করে।
×