ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

পাবনা গণপূর্তের এসি’র বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগে ঠিকাদারদের মানববন্ধন ও বিক্ষোভ

রাকিবুল হাসান, পাবনা

প্রকাশিত: ১৬:১০, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ১৬:১১, ২৪ জুলাই ২০২৫

পাবনা গণপূর্তের এসি’র বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগে ঠিকাদারদের মানববন্ধন ও বিক্ষোভ

পাবনা গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও কাজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগে ঠিকাদাররা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গণপূর্ত অধিদফতরের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঠিকাদার রাজা মালিথার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিন টেন্ডার ছাড়াই পাবনা গণপূর্ত কার্যালয়ের স্পেশাল বাংলোতে ১৬ লাখ টাকার নির্মাণকাজ মেসার্স আঞ্জু ট্রেডার্সকে দিয়েছেন। ইতোমধ্যে সাইটে নির্মাণসামগ্রী সরবরাহও শুরু হয়েছে। এছাড়াও তিনি ৫% কমিশনের বিনিময়ে নিজের পছন্দের ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছেন।

বক্তারা আরও বলেন, গণপূর্ত অধিদফতরে এখন নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ঠিকাদাররা গণপূর্ত অধিদফতর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং অবিলম্বে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণের দাবি জানান। এ সময় রিপন হোসেন, আরিফ হোসেন, সোহেল রানা, দেলোয়ার হোসেন, রাজা মালিথাসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, “বুধবার আমি অফিসে ছিলাম না। আমার অনুপস্থিতির সুযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোনো টেন্ডার বা লটারি ছাড়াই তার পছন্দের এক ঠিকাদারকে কাজের অনুমতি দিয়েছেন। অথচ এই অনুমতি দেওয়ার এখতিয়ার তার নেই। টেন্ডারের মাধ্যমে লটারিতে যে পাবে, সেই ঠিকাদারই কাজ করার কথা।”

তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কার্যালয়ে তাকে পাওয়া যায়নি। অফিস স্টাফ জানান, তিনি অসুস্থ এবং ঢাকায় অবস্থান করছেন।

সানজানা

×