ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১১:৩৫, ২৪ জুলাই ২০২৫

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর-মাগুরা আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের মল্লিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরাগামী একটি বাসের সঙ্গে ফরিদপুরমুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।  

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই বাসই দ্রুতগতিতে চলছিল। ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটে।”

দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

তাসমিম

×